অখ্যাত ক্লাবের কাছে হেরে লিগ কাপ থেকে ম্যানইউয়ের বিদায়

আনোয়ার হোসেন

টাইব্রেকারে চতুর্থ বিভাগের দল গ্রিমসবি টাউনের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারে লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়ল ইউনাইটেড।

বুধবার গিমসবির চার্লস ভার্নাম ও টাইরেল ওয়ারেনের গোলে ৩০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে পড়ে ইউনাইটেড। কিন্তু শেষ ১৫ মিনিটে ব্রায়ান এমবিউমো ও হ্যারি ম্যাগুয়ারের গোলে ব্যবধান ২-২ করে ফেরে তারা। এরপর টাইব্রেকারে ১২-১১ গোলে হেরে যায় রেড ডেভিলসরা।

ঘরোয়া কাপ প্রতিযোগিতায় ইউনাইটেডের জন্য এমন অঘটনের শিকার হওয়া এবারই প্রথম নয়। ৩০ বছর আগে ওল্ড ট্র্যাফোর্ডে পুঁচকে ইয়র্ক সিটির কাছে ৩-০ গোলে হেরে বাদ পড়েছিল ইউনাইটেড।

ম্যাচ শেষে খেলোয়াড়দের ধুয়ে দিয়েছেন ম্যানচেস্টারের কোচ আমোরিম। তিনি বলেন, সেরা দলটাই জিতেছে। আমরা খুবই খারাপ খেলেছি। সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি আমি। খেলোয়াড়দের জবাব দিতে হবে তারা আসলে কী চায়!

নতুন মৌসুমে নতুন খেলোয়াড় কিনতে ২৭০ মিলিয়ন ডলার খরচ করেছে ইউনাইটেড। তারপরও হারতে হলো অখ্যাত এক ক্লাবের কাছে।

এ নিয়ে কোচ আমোরিমের হতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top