অতিরিক্ত কাজ জীবনের রং কেড়ে নেয়: এ আর রহমান

1756890473-8f1ddfc8badcbf675106889adc2b1cf5.webp
আনোয়ার হোসেন

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে নিরলস পরিশ্রমের পর এবার নিজের জীবনের গতি কমানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিবার, ব্যক্তিগত জীবন এবং আত্মিক শান্তির জন্য তিনি এখন কাজকে কিছুটা পেছনে ফেলেছেন।

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আগে আমি যেন এক উন্মাদ ছিলাম, দিন-রাত কাজ করতাম। অতিরিক্ত কাজ করলে জীবনের আসল স্বাদ মিস হয়ে যায়।” জীবনের এই উপলব্ধি তাঁর কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। এখন তিনি নিজেকে স্রোতের সঙ্গে প্রবাহিত হতে দেন এবং বিশ্বাস করেন, কাজ তার নিজের ছন্দে, নিজের নিয়মেই আসবে।

এই সময়টিতে রহমান নতুন কিছু শিখছেন, বিভিন্ন জিনিস অনুভব করছেন এবং পরিবারের সঙ্গে মূল্যবান সময় কাটাচ্ছেন। তাঁর এই পরিবর্তন শুধু পেশাগত নয়, বরং জীবনের প্রতি তাঁর সামগ্রিক দৃষ্টিভঙ্গির এক বড় রূপান্তর।

সম্প্রতি এ আর রহমানের ব্যক্তিগত জীবনও খবরের শিরোনামে এসেছে। তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন চলছে, যদিও তিনি নিজে এ বিষয়ে কিছু বলেননি। তবে সাক্ষাৎকারে তিনি যে ভাবে পরিবার এবং ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন, তাতে স্পষ্ট যে জীবনের এই পর্যায়ে এসে তিনি সম্পর্কের গভীরতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেন রহমান। প্রায় তিন দশকের এই দাম্পত্য জীবনে তাঁদের তিন সন্তান রয়েছে- খাতিজা, রহিমা এবং এ আর আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top