অপু বিশ্বাস জানালেন, ‘আমি বিবাহিত’ – তবে প্রকাশ্যে আনতে নারাজ

1756270079-a78fab9d5d0745c6a95596c8dcee8965.jpg
আনোয়ার হোসেন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, “আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই। সংসার করতে হলে ফেসবুক পোস্ট লাগে না।” তবে কবে, কোথায়, এবং কাকে বিয়ে করেছেন – সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। এমনকি তাঁর ঘনিষ্ঠরাও বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি।

দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও অপু বিশ্বাস নিজেকে ব্যস্ত রেখেছেন বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা ও পারিবারিক ব্যবসা নিয়ে। তবে ব্যক্তিজীবনের নানা ইস্যু ঘিরে তাঁকে নিয়ে চলমান আলোচনা যেন থামছেই না।

অপু বিশ্বাসের দুই দশকের ক্যারিয়ারে শুরুর দিকে ছিল দারুণ সাফল্য। ২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কোটি টাকার কাবিন’ তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। শাকিব খানের সঙ্গে তাঁর জুটি ছিল ঢালিউডের অন্যতম সফল জুটি। প্রায় ৮০টির বেশি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। এই জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাঙ্কু জামাই’।

সিনেমার পর্দার রসায়ন বাস্তব জীবনেও জায়গা করে নেয়। ২০০৮ সালে গোপনে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। ২০১৭ সালে তাঁদের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবে সন্তানের কারণে এখনো মাঝে মাঝে একসঙ্গে দেখা যায় তাঁদের। দুজনেই জানিয়েছেন, সন্তানের ভালোর জন্য এই সম্পর্ক ধরে রেখেছেন।

সম্প্রতি অপু বিশ্বাস আবারও আলোচনায় আসেন ২০২৪ সালের ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ ছবির মাধ্যমে। ছবিটি পরিচালনা করেন বন্ধন বিশ্বাস।

সাম্প্রতিক সাক্ষাৎকারে তাঁর বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বলেন, “যতটুকু প্রয়োজন মনে করেছি, জানিয়েছি। এর বাইরে আমি পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগতই রাখতে চাই।” তিনি আরও বলেন, “শাহরুখ খান দর্শকদের যতটুকু প্রয়োজন মনে করেছেন, ততটুকুই জানিয়েছেন। আমিও তা–ই মনে করি। আমার সংসার নিয়ে সবকিছু প্রকাশ্যে আনার দরকার নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top