অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ফিরছেন রোহিত-কোহলি

1759550332-a266c229fd58f449e59dd787a44e2f03.webp
আনোয়ার হোসেন

লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেটের এই দুই মহীরুহকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে দেখা যাবে। আজ শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে।

গত ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে আর ভারতীয় জার্সি গায়ে নামেননি রোহিত-কোহলি। এর মধ্যে দুজনই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেন এবং সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেন। ফলে ওয়ানডেই এখন তাদের একমাত্র আন্তর্জাতিক ফরম্যাট।

ওয়ানডে দলে ফিরলেও রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে রাখা হবে কি না, তা নিয়ে নির্বাচকদের বিশেষ বৈঠকে আলোচনা হওয়ার কথা। জানা গেছে, এ বিষয়ে রোহিতের সঙ্গেও সরাসরি কথা বলবেন তারা। এরই মধ্যে বেঙ্গালুরুর বোর্ড অব কন্ট্রোলের এক্সেলেন্স সেন্টারে ফিটনেস টেস্ট উতরে গেছেন রোহিত।

চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের বেশিরভাগ ক্রিকেটারই অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। সেই তালিকায় আছেন শ্রেয়াস আইয়ার, যিনি ওই টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। এছাড়া জসশ্বী জয়সওয়ালও ওয়ানডে দলে জায়গা পেতে পারেন। নির্বাচকদের আলোচনায় আছেন অভিষেক শর্মাও, যিনি বর্তমানে টি-টোয়েন্টি সার্কিটের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটার হিসেবে পরিচিত।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ১৯ অক্টোবর প্রথম ওয়ানডে পার্থে। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর অ্যাডিলেডে এবং ২৫ অক্টোবর তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে সিডনিতে। এরপর ২৯ অক্টোবর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top