অ্যাপলের নতুন আইফোন নিয়ে গুঞ্জন

1756148489-ced6df8c721f825f25d0e382ebb978aa.webp
আনোয়ার হোসেন

অ্যাপলের ২০তম বার্ষিকীর আইফোন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৭ সালে আসা সেই আইফোনে বাঁকানো (কার্ভড) ডিসপ্লে থাকতে পারে, যা নতুন লিকুইড গ্লাস থিম (iOS-এর নতুন চেহারা বা ভিজ্যুয়াল ডিজাইন) এর সঙ্গে মিলবে।

তবে জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষক ও টিপস্টার আইস ইউনিভার্স এসব দাবি খারিজ করে দিয়েছেন। তিনি জানান, অ্যাপল এখনই আইফোনের ডিজাইনে এমন বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে না।
আইস ইউনিভার্স আগে বহুবার সঠিক তথ্য ফাঁস করেছেন। তাই প্রযুক্তি মহলে তার মন্তব্যকে যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে করা হয়।
সুতরাং ২০২৭ সালের ২০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ আইফোন বাজারে আসলেও এতে বাঁকানো ডিসপ্লে থাকবে—এমন সম্ভাবনা এখন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top