আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েও জয় মিলল না ইউনাইটেডের

1756064273-c7ebd60a061a417a97560a6b69ad73ca.webp
আনোয়ার হোসেন

ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডেও জয়শূন্য থাকলো ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার (২৪ আগস্ট) ফুলহ্যামের মাঠ ক্র্যাভেন কটেজে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের দল।

প্রথমার্ধে পেনাল্টি মিস করেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে এগিয়ে গেলেও শেষ সময়ে বদলি নামা এমিল স্মিথ রোর গোলে জয় হাতছাড়া হয় রেড ডেভিলদের।

প্রিমিয়ার লিগে ফুলহ্যামের মাঠে আগের নয় ম্যাচে ইউনাইটেডের বিপক্ষে পয়েন্টশূন্য থাকা স্বাগতিকরা এবার ঘরে তোলে একটি মূল্যবান পয়েন্ট।

শুরুর মিনিট থেকেই আক্রমণাত্মক ছিল ইউনাইটেড। মাত্র দুই মিনিটে দুটি গোলের সুযোগ তৈরি করেন মাতেউস কুনিয়া। প্রথম শটটি যায় ক্রসবারের ওপর দিয়ে, আর দ্বিতীয়টি লাগে পোস্টে।

৩৪তম মিনিটে মেসন মাউন্টকে ফাউলের পর প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত দেননি রেফারি। তবে ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি। স্পট কিক নিতে আসেন ব্রুনো ফের্নান্দেস, কিন্তু শট অনেক ওপর দিয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন পর্তুগিজ মিডফিল্ডার।

৫৮তম মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। লেনি ইউরোর হেড ফুলহ্যামের রদ্রিগো মুনিজের গায়ে লেগে বল জালে জড়ায়, ফলে আত্মঘাতী গোলেই এগিয়ে যায় সফরকারীরা।

তবে এই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। মাত্র ৯৩ সেকেন্ড আগে বদলি নামা এমিল স্মিথ রো প্রথম স্পর্শেই গোল করেন। আলেক্স আইয়োবির পাস থেকে তার নিখুঁত টোকায় সমতায় ফেরে ফুলহ্যাম।

৮৭তম মিনিটে হ্যারি ম্যাগুইরের হেড সামান্য বাইরে চলে গেলে জয়ের সম্ভাবনা হাতছাড়া হয় ইউনাইটেডের।

দুই ম্যাচে দুই ড্রয়ে ফুলহ্যামের সংগ্রহ ২ পয়েন্ট, অবস্থান ১৩ নম্বরে। অন্যদিকে, প্রথম ম্যাচে আর্সেনালের কাছে হার এবং এবার ড্র করে ১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top