আফগানিস্তানে ত্রাণ সহায়তা দিতে টিম প্রস্তুত: ইউনিসেফ

1756734192-7f38c77550cb0238c9381a257bc47fe2.webp
আনোয়ার হোসেন

ভয়াবহ ভূমিকম্পের পর আফগানিস্তানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পূর্ণাঙ্গ চিত্র পেতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে ইউনিসেফের স্থানীয় টিম ঘটনাস্থলে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক মানবিক সংস্থা (ইউনিসেফ)।

ইউনিসেফের কাবুল অফিসের কর্মকর্তা সালাম আল জানাবি জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সড়কপথে যাতায়াত এখনও বন্ধ রয়েছে। সম্ভবত শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

তিনি জানান, “পাহাড়ি এলাকা হওয়ায় ভবনগুলো প্রায় একটি অন্যটির গা ঘেঁষে নির্মিত হওয়ায় সব কিছু একে অপরের উপর ভেঙে পড়ছে।”

ইউনিসেফের প্রধান অগ্রাধিকার স্বাস্থ্য, শিশু সুরক্ষা, পানি এবং স্যানিটেশনের সুযোগ করে দেওয়া বলেও জানিয়েছেন আল জানাবি।

প্রসঙ্গত, স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬। এই দুর্ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত আট শতাধিক মানুষ নিহত এবং তিন হাজারের বেশি আহত হয়েছেন। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top