আয়ুব বাচ্চুর ৬৪তম জন্মবার্ষিকী ঢাকায় উদ্‌যাপিত হবে।

ayub_bacchu.avif
আনোয়ার হোসেন

যেসব শিল্পী বাংলাদেশের রক সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়েছেন, তাদের মধ্যে আয়ুব বাচ্চু বিশেষভাবে উল্লেখযোগ্য। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত এই ব্যান্ড লেজেন্ডের আজ ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আয়ুব বাচ্চু ফাউন্ডেশন রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরের অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

পরিবারের সদস্যদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলআরবি ব্যান্ডের সদস্য এবং আয়ুব বাচ্চুর দীর্ঘ সংগীতজীবনের বহু সহযোগী। “আয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লেগেসি অ্যান্ড চলো বদলে যাই” শিরোনামের এই আয়োজনে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি, সুরকার ফুয়াদ নাসের বাবু, সংগীতশিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদারসহ আরও অনেকে শিল্পীর স্মৃতিচারণ করবেন। এছাড়া সমকালীন শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হবে আয়ুব বাচ্চুর জনপ্রিয় গান, এবং তাঁর কিছু অপ্রকাশিত গান প্রকাশের পরিকল্পনাও রয়েছে এই অনুষ্ঠানে।
সারা জীবন জুড়ে আয়ুব বাচ্চু নতুন গান রেকর্ড করে গেছেন। জীবনের শেষ সময়ে নানা কারণে তাঁর বেশ কিছু গান অপ্রকাশিত রয়ে যায়। কিছু গান সুর করা হলেও রেকর্ড হয়নি, আবার কিছু গান রেকর্ড হলেও মিক্সিং বা সম্পাদনার কাজ অসমাপ্ত ছিল। এই অসমাপ্ত কাজগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আয়ুব বাচ্চু ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। গত বছর ফাউন্ডেশন প্রকাশ করে তাঁর গান “ইনবক্স”, যার কথা লিখেছেন নিয়াজ আহমেদ অঞ্জু।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আয়ুব বাচ্চু। কলেজ জীবনে তিনি “আগলি বয়েজ” নামের একটি ব্যান্ড গড়ে তোলার মাধ্যমে তাঁর সংগীতযাত্রা শুরু করেন। ১৯৭৭ সালে তিনি যোগ দেন “ফিলিংস” ব্যান্ডে (বর্তমান নাগর বাউল), যেখানে তিনি ১৯৮০ সাল পর্যন্ত সংগীত পরিবেশন করেন। এরপর তিনি যোগ দেন “সোলস” ব্যান্ডে। ১৯৯০ সাল পর্যন্ত ব্যান্ডটিতে থাকাকালীন তাঁর গিটার বাজনায় সমৃদ্ধ হয় বহু কালজয়ী গান। ১৯৯১ সালের ৫ এপ্রিল তিনি প্রতিষ্ঠা করেন নিজের ব্যান্ড, যার নাম প্রথমে ছিল “লিটল রিভার ব্যান্ড”, পরে যা পরিচিতি পায় লাভ রানস ব্লাইন্ড (এলআরবি) নামে। আয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top