আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা

Arjun.webp
আনোয়ার হোসেন

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, তাড়াহুড়ো করে বিয়ে করা উচিত নয়।

অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা। তবে দীর্ঘদিন একসঙ্গে থাকার পরেও তাদের প্রেমের ইতি ঘটে। বয়সের পার্থক্য নাকি অন্য কোনো কারণে— সে বিষয়ে সরাসরি কিছু বলেননি কেউই। তবে বিচ্ছেদের পরও এই জুটিকে নিয়ে বলিপাড়ায় আলোচনার শেষ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়— যদি তরুণ বয়সে ফিরে যাওয়া যেত, তবে নিজেকে কী পরামর্শ দিতেন? উত্তরে তিনি বলেন, “আমি বলতাম, বিয়ের জন্য সময় নাও। এত তাড়াহুড়ো করে বিয়ে করার দরকার নেই। আগে কাজ করো, জীবনের পথচলা বোঝো, তারপর এমন সিদ্ধান্ত নাও। আমি খুব অল্প বয়সেই বিয়ে করেছিলাম।”

১৯৯৮ সালে বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মালাইকা। ২০০২ সালে জন্ম হয় তাদের ছেলে আরহান খানের। তবে ২০১৬ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এই তারকা দম্পতি। পরের বছর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের।

আবার বিয়ে করার পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নে মালাইকা বলেন, “নেভার সে নেভার (অর্থাৎ কখনও না বলো না)। আমি একজন ভীষণ রোমান্টিক মানুষ। আমি এখনও প্রেমে বিশ্বাস করি। ভালোবাসা সম্পর্কিত সব কিছুতে আমার আস্থা আছে। তাই কখনও না বলার কিছু নেই।”

অন্যদিকে, বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ে করেছেন আরবাজ খান। বর্তমানে স্ত্রী সুরা খানের সঙ্গে সংসার করছেন তিনি। জানা গেছে, বিয়ের দেড় বছরের মাথায় এবার মা হতে চলেছেন সুরা।

এরই মধ্যে বলিপাড়ায় গুঞ্জন উঠেছে, মালাইকা ও অর্জুন কাপুর হয়তো আবারও এক হতে পারেন। যদিও তারা দু’জনেই সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে সমর্থন ও লাইক-কমেন্ট করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top