আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ২২৩১ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরান, চীন ও রাশিয়া।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে তিন দেশ জানায়, ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে রেজল্যুশন ২২৩১-এর সব ধারা ও বিধান বাতিল বলে গণ্য হবে। এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা এখানেই সমাপ্ত বলে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার জাতিসংঘে তিন দেশের যৌথ মিশন থেকে এই চিঠি পাঠানো হয়।
রেজল্যুশন ২২৩১ কী ছিল?
২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি (জেসিপিওএ)-কে সমর্থন দিয়েছিল রেজল্যুশন ২২৩১। এর মাধ্যমে ইরানের ওপর আরোপিত পারমাণবিক-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ খুলে যায়।
তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে আসেন। এরপর ২০২০ সালে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা চালুর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
ইউরোপীয় প্রচেষ্টা ব্যর্থ
গত মাসে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স (ই-৩) আবারও নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা করে। তবে চিঠিতে তিন দেশ উল্লেখ করেছে, ই-৩ দেশগুলো জেসিপিওএ ও রেজল্যুশন ২২৩১-এর অধীনে নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেছে, তাই তাদের এই উদ্যোগের কোনো আইনি ভিত্তি নেই।
এছাড়া তারা চুক্তির বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া (ডিআরএম) অনুসরণ করেনি বলেও অভিযোগ তোলা হয়।
ইরানকে ঘিরে পশ্চিমাদের অভিযোগ প্রত্যাখ্যান
চিঠিতে আরও বলা হয়, ইরান সামরিক উদ্দেশ্যে গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে—এমন দাবি ভিত্তিহীন। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র কঠোর পরিদর্শনেও এ সংক্রান্ত কোনো প্রমাণ মেলেনি।
সংলাপ ও কূটনীতির আহ্বান
যৌথ বিবৃতিতে বলা হয়, রেজল্যুশন ২২৩১-এর মেয়াদ শেষ হওয়াকে সম্মান জানানো নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতির সুরক্ষায় সহায়ক হবে।
তিন দেশ উত্তেজনা কমিয়ে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানায়।
সূত্র: প্রেস টিভি