ইসফাকের জায়গায় বিসিবি পরিচালক রুবাবা দৌলা

1759834522-6a4c72418af238adba791f28802ae1c8.webp
আনোয়ার হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিতর্কিত মনোনয়নপ্রাপ্ত ইসফাক আহসানকে বাদ দিয়ে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের খ্যাতনামা ব্যবসায়ী ও কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা মতিন

গত সোমবার (৬ অক্টোবর) ঘোষিত নির্বাচনের ফলাফলে ইসফাক আহসানের নাম এনএসসি মনোনীত পরিচালক হিসেবে প্রকাশ পায়। তবে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অতীত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা দেখা দেয়। জনমতের সেই প্রতিক্রিয়ায় এনএসসি শেষ পর্যন্ত ইসফাক আহসানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী

বিসিবির পরিচালনা পর্ষদে মোট ২৫ জন সদস্য থাকেন। এর মধ্যে ২৩ জন নির্বাচিত এবং ২ জন মনোনীত করেন জাতীয় ক্রীড়া পরিষদ।

রুবাবা দৌলার ক্রীড়া ও কর্পোরেট অবদান

রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
দেশের নারীদের বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৬ সালে ‘অনন্যা শীর্ষ দশ নারী পুরস্কার’ অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top