ইসরায়েল–অস্ট্রেলিয়া সম্পর্কের উত্তেজনা, মুখোমুখি নেতানিয়াহু–আলবানিজ

1755670528-618aa704633f965e2e6f2bd06e38dd0a.webp
আনোয়ার হোসেন

বেনিয়ামিন নেহানিয়াহু ও অ্যান্থনি আলবানিজ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, আলবানিজ ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছেন।

গত সপ্তাহে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত খারাপ হতে শুরু করে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার পর অস্ট্রেলিয়াও এই সিদ্ধান্তে যোগ দেওয়ায় ইসরায়েল ক্ষুব্ধ।

সম্প্রতি অস্ট্রেলিয়া ইসরায়েলি কট্টরপন্থী রাজনীতিক সিমচা রথম্যানের ভিসা বাতিল করে। তিনি অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। তবে সরকার জানায়, যারা ঘৃণা বা বিভেদের বার্তা ছড়াতে চান, তাদের অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এর জবাবে ইসরায়েল ফিলিস্তিনের অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে এবং সতর্ক করে , ভবিষ্যতে অস্ট্রেলীয় সরকারি ভিসার আবেদন কঠোরভাবে পরীক্ষা করা হবে।

নেতানিয়াহু বলেন, ইতিহাস আলবানিজকে একজন দুর্বল নেতা হিসেবেই মনে রাখবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী টনি বার্ক মন্তব্য করেছেন, নেতানিয়াহুর এই ক্ষোভের কারণ হলো—অস্ট্রেলিয়ার ফিলিস্তিন স্বীকৃতি। তিনি আরও বলেন, শক্তির আসল মানে মানুষকে হত্যা বা না খাইয়ে রাখা নয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, গাজায় যুদ্ধের কারণে নিরীহ মানুষ যেভাবে প্রাণ হারাচ্ছেন ও খাবার–পানির সংকটে পড়ছেন, তা অগ্রহণযোগ্য।

এদিকে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘নেতানিয়াহুর সঙ্গে মুখোমুখি হওয়ার বিষয়টি আজকের গণতান্ত্রিক বিশ্বে একজন নেতাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। তিনি পশ্চিমা বিশ্বের সবচেয়ে বিষাক্ত রাজনীতিক।’

জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। গাজায় চলমান যুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৬২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top