উড়োজাহাজ মনে হওয়া সেই এ্যাম্বুলেন্স, শেষে জায়গা ডোবায়!

bholaanewss-fb1.jpg
আনোয়ার হোসেন

ভোলা সদর হাসপাতালে রোগী নামিয়ে ফেরার পথে এক এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে ডোবায় গিয়ে পড়েছে।

রোববার (১৯ অক্টোবর) সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এ্যাম্বুলেন্সটি ভোলা সদর থেকে রোগী নামিয়ে দ্রুতগতিতে চরফ্যাশনের দিকে ফিরছিল। টবগি ইউনিয়নের কাছে এসে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশের ডোবায় পড়ে যায়।

সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে দুর্ঘটনার পর স্থানীয়দের মুখে একটাই কথা—
👉 “কত গতিতে চললে এ্যাম্বুলেন্স উড়ে ডোবায় যায়— তা বলার অপেক্ষা রাখে না!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top