ওজন কমালেই নগদ বোনাস, চীনা কোম্পানির অনন্য উদ্যোগ

1757489878-32a03ccfe376e30cb0a7f869918353e8.webp
আনোয়ার হোসেন

বিশ্বজুড়ে স্থূলতা এখন মহামারির মতো ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে চীনের একটি ক্যামেরা কোম্পানি কর্মীদের সুস্থ রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে।

শেনজেনের আরাশি ভিশন ইনকর্পোরেটেড, যা বিশ্বব্যাপী Insta360 নামে পরিচিত। কোম্পানিটি তাদের কর্মীদের জন্য চালু করেছে “মিলিয়ন ইউয়ান ওয়েট লস চ্যালেঞ্জ”। এর আওতায় কর্মীরা প্রতিবার ০.৫ কেজি ওজন কমালেই পান ৫০০ ইউয়ান (প্রায় ৬,০০০ টাকা) নগদ পুরস্কার।

কোম্পানির একজন কর্মী জি ইয়াকি তিন মাসে প্রায় ১৮ কেজি ওজন কমিয়ে অর্জন করেছেন ২০ হাজার ইউয়ান বোনাস। তিনি বলেন, “এটি শুধু সৌন্দর্যের বিষয় নয়- এটি স্বাস্থ্যের বিষয়।” প্রতিদিন দেড় ঘণ্টা ব্যায়াম ও সুষম খাদ্যের মাধ্যমে তিনি লক্ষ্য পূরণ করেছেন।

২০২২ সাল থেকে এখন পর্যন্ত চ্যালেঞ্জটির সাত রাউন্ড অনুষ্ঠিত হয়েছে যেখানে কর্মীদের দেওয়া হয়েছে মোট ২০ লাখ ইউয়ান (প্রায় ২.৪৬ কোটি টাকা)। শুধু গত বছরই ৯৯ জন কর্মী অংশ নিয়ে সম্মিলিতভাবে ৯৫০ কেজি ওজন কমিয়েছেন।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন- অতিরিক্ত দ্রুত ওজন কমানো ঝুঁকিপূর্ণ। এতে শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি হতে পারে। তাই ওজন কমানোর প্রক্রিয়া হতে হবে সুষম খাদ্য ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে।

তথ্য সূত্র- সাউথ চায়না মর্নিং পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top