ওপেনএআই-গুগলের সঙ্গে পাল্লা দিতে মেটার নতুন এআই কাঠামো

1755668653-3b0bdbfab7cbcce1ee1e4fe09710a281.webp
আনোয়ার হোসেন

মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগে বড় ধরনের পরিবর্তন এনেছে। এআই নিয়ে দ্রুত অগ্রগতি অর্জনের জন্য সম্প্রতি গঠিত মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস (এমএসএল)–কে চারটি আলাদা দলে ভাগ করা হয়েছে।

নতুন কাঠামোর অধীনে দলগুলো হলো— এমএসএল প্রোডাক্ট, এমএসএল রিসার্চ, এমএসএল ইনফ্রা এবং এমএসএল অপস। আগে যে এজিআই (AGI) ফাউন্ডেশনস গ্রুপ ছিল, সেটি বাতিল করা হয়েছে। এই গ্রুপের দায়িত্বে থাকা আহমাদ আল-দাহলে ও আমির ফ্রেনকেল এখন থেকে কৌশলগত উদ্যোগে কাজ করবেন।

প্রতিষ্ঠানের নতুন প্রধান এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং (আগে স্কেল এআই-এর প্রধান নির্বাহী ছিলেন) কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় লিখেছেন, সুপারইন্টেলিজেন্স আসছে। এটি গুরুত্ব সহকারে নিতে হলে আমাদের গবেষণা, প্রোডাক্ট ও অবকাঠামোকে সঠিকভাবে সাজাতে হবে।

এই পুনর্গঠন মেটার অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যেই এলো। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী ওপেনএআই ও গুগলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই মেটা এই পদক্ষেপ নিচ্ছে।

এখন পর্যন্ত এই পরিবর্তনের কারণে কোনো ছাঁটাই হয়নি। তবে কোম্পানি ভবিষ্যতে এআই বিভাগ ছোট করার কথা ভাবছে। পাশাপাশি কিছু নির্বাহী পদত্যাগ করতে পারেন। মেটা নিজের প্রযুক্তির বাইরে তৃতীয় পক্ষের এআই মডেল ব্যবহারের বিষয়েও ভাবছে।

নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী— অপরণা রমণী এমএসএল ইনফ্রা টিমের নেতৃত্ব দেবেন। আর ২০১৪ সালে গঠিত FAIR রিসার্চ ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা রবার্ট ফার্গাস আবারও সেই গবেষণাগারের নেতৃত্বে থাকবেন। তিনি সম্প্রতি গুগলের মালিকানাধীন ডিপমাইন্ড থেকে মেটায় ফিরেছেন।

তবে মেটার জেনারেটিভ এআই গ্রুপের সঙ্গে যুক্ত ভাইস প্রেসিডেন্ট লোরেদানা ক্রিসান প্রতিষ্ঠান ছেড়ে ফিগমা ইনক-এ যোগ দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top