কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ড, আতঙ্কে শিক্ষার্থী ও স্থানীয়রা

coxs.png
আনোয়ার হোসেন

দেশব্যাপী সারাদিন চলা অগ্নিকাণ্ড আতঙ্কের মধ্যেই রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পর্যটন শহরের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (CBIU)

শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কক্সবাজার পৌর শহরের কলাতলী ডলফিন মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ভাড়া ভবনে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন, ফলে দমকলকর্মীদের কাজে কিছুটা বিঘ্ন ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কম্পিউটারের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে গেছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, সারাদিনজুড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ইপিজেডসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যেই আতঙ্ক সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সিবিআইইউতে অগ্নিকাণ্ডের ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top