কেউ চিরকাল বন্ধু বা শত্রু থাকে না, ট্রাম্পের শুল্কারোপের মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজনাথের

1756551532-4f07272bd9f75b310a911c200f3a978b.webp
আনোয়ার হোসেন

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাতেই ভারত ঝুঁকেছে চীনের দিকে। আর তা কোনওভাবেই সহ্য হচ্ছে না আমেরিকার। এদিকে গত কয়েক বছর ধরে ঘনিষ্ঠ হয়ে ওঠা আমেরিকার সঙ্গে ভারতের গিয়ে ঠেকেছে তলানিতে। এই আবহে এনডিটিভির ডিফেন্স সামিটে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বললেন, কেউ চিরকাল বন্ধু বা শত্রু থাকে না।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের স্বার্থ সবার উপরে, কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই। যুক্তরাষ্ট্রের শুল্ক উত্তেজনার মাঝে এমন কড়া মন্তব্য আন্তর্জাতিক রাজনীতি ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির আঙ্গিকে যেন নতুন বার্তা দিল।

রাজনাথ সিং বলেন, স্থায়ী বন্ধু বা শত্রু নেই, কেবল স্থায়ী স্বার্থ। ভারত কাউকে তার শত্রু মনে করে না। কিন্তু তার জনগণের স্বার্থের সাথে আপস করবে না।

তিনি বলেন, ২০১৪ সালে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত জিনিসপত্র রফতানির ক্ষেত্রে বাজার ছিল ৭০০ কোটি টাকারও কম। কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার কোটি। এর ফলে স্পষ্ট যে, ভারত আর শুধুমাত্র ক্রেতা নয়, বরং রফতানির ক্ষেত্রেও অন্যতম শক্তি হয়ে উঠেছে।

প্রতিরক্ষা খাতে দেশ স্বয়ংসম্পূর্ণ হবার পথে উল্লেখ করে তিনি বলেন, আত্মনির্ভরতার আলোকে ভারত এখন সমস্ত যুদ্ধজাহাজ দেশেই তৈরি করছে। নৌবাহিনীও অন্য কোনও দেশ থেকে যুদ্ধজাহাজ না কিনে নিজ দেশেই তৈরি করার প্রতিশ্রুতি দিচ্ছে।

উল্লেখ্য, ভারতীয় পণ্যের উপরে যখন ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই সময়ে রাজনাথের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই তিনি নাম উল্লেখ না করে ট্রাম্পের উদ্দেশে বলেছিলেন, ভারতের উন্নতি সহ্য করতে পারছেন না অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top