পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিনের অবরোধ, মিছিল ও সহিংসতার পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সরেজমিনে গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) অবরোধকারীদের সড়কে দেখা গেলেও আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) কাউকে সড়কে দেখা যায়নি। তবে জেলা শহরসহ আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেনাবাহিনীর টহলের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। অবরোধকে কেন্দ্র করে গতকাল শনিবার খাগড়াছড়িতে সহিংসতার পর পরিস্থিতি এখনো থমথমে। স্থানীয় লোকজন ঘর থেকে বের হচ্ছে না।
এদিকে শহরতলীর দোকানপাটও খোলেনি। উদ্ভুত পরিস্থিতিতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য আহুত ১৪৪ ধারা বহাল রয়েছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।
গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ ওঠে। এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। পরদিন সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ।
এর আগে অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের গতকাল শনিবার রাতেই খাগড়াছড়িতে নিয়ে আসা হয়। তাদের অনেকেই ফিরে গেছেন গন্তব্যে।