খাগড়াছড়ির রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

1756748437-30e62fddc14c05988b44e7c02788e187.webp
আনোয়ার হোসেন

খাগড়াছড়ির রামগড়ে পরিত্যক্ত স্লুইজ গেটে গোসল করতে নেমে পানিতে ডুবে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার সময় রামগড় উপজেলার সোনাইআগা পরিত্যক্ত একটি স্লুইজগেইটের খালে সহপাঠীদের সাথে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নবী (১৩) রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার মো: লিটন-এর ছেলে। সে লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

নিহতের মামা ইসমাইল হোসেন জানান, সহপাঠীদের সাথে স্লুইজগেইটে গোসল করতে যায়। পরে গেইটের নিচু এলাকায় গভীরে ডুবে যায়। এসময় সহপাঠীদের আত্মচিৎকারে আমরা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যান।

রামগড় থানার উপ-পরিদর্শক রায়হান জানান, পানিতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top