খিলক্ষেত থেকে অপহৃত ব্যক্তি আশুলিয়ায় উদ্ধার, গ্রেফতার ৭

1765341107-d82319912041449cd31bdb7e7569d171.webp
আনোয়ার হোসেন

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে অপহৃত এক ব্যক্তিকে আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে অপহরণে ব্যবহৃত গাড়ি এবং ভুক্তভোগীর ব্যক্তিগত গাড়িও।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন— মো. ফারুক হোসেন (৩৬), মাহবুব মুন্সি (৩৮), অনিক (২৩), মো. জসিম (৩৬), মোহাম্মদ আলমগীর হোসেন (৩২), মাহাদি সরকার রাকিব (৩০) ও শিল্পী আক্তার ওরফে রানী (৪৬)।

ডিসি তালেবুর রহমান জানান, সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নিকুঞ্জ এলাকা থেকে জিয়াউল মাহমুদ (৫০) নামের এক ব্যক্তিকে ছয়-সাতজন অজ্ঞাত ব্যক্তি জোর করে একটি কালো হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করে। অপহরণকারীরা তার ব্যক্তিগত গাড়িটিও নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর স্ত্রী খিলক্ষেত থানায় অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

পরে সোমবার রাতেই খিলক্ষেত থানার একটি আভিযানিক দল আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত জিয়াউল মাহমুদকে নিরাপদে উদ্ধার করে। একই অভিযানে অপহরণ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয় এবং ভুক্তভোগীর গাড়িটিও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top