খেলাপি ঋণের মামলায় ব্যবসায়ীকে আটকের পর জেলে প্রেরণ

prothomalo-bangla_2025-08-17_nhmelrpd_Sajjatuj-jumma.avif
আনোয়ার হোসেন
সাজ্জাতুজ জুম্মা, চেয়ারম্যান, দেশ ল্যান্ড মার্ক লিমিটেডছবি ব্যাংকের সৌজন্যে

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করছেন না দেশ ল্যান্ড মার্ক লিমিটেডের চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা। ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে মামলা করেছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গতকাল শনিবার তাঁকে আটক করেছে গুলশান থানা-পুলিশ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি সূত্র এই তথ্য জানিয়েছে। সাজ্জাতুজ জুম্মার খেলাপি ঋণের পরিমাণ ৪১ কোটি টাকা।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়ে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার খেলাপি গ্রাহক দেশ ল্যান্ড মার্ক লিমিটেডের চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে আটক করেছে গুলশান থানা–পুলিশ। ঋণ খেলাপির দায়ে ২০১৪ সালের ২৭ এপ্রিল তাঁর বিরুদ্ধে এনআই অ্যাক্টের মামলা করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দিলকুশা শাখা। ওই মামলায় আদালত কর্তৃক সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে এক বছরের কারাদণ্ডাদেশ ও তিন কোটি টাকা জরিমানা ধার্য করে রায় প্রদান করেন। তিনি শাহ্‌জালাল ইসলামী ব্যাংকেরও সাবেক চেয়ারম্যান।

ব্যাংক সূত্র আরও জানায়, গতকাল গুলশান থানা–পুলিশ ওই খেলাপি গ্রাহক সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। পরবর্তী সময় আদালত উক্ত আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top