খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান

1758068040-aa725fc3d90218da319731c7c55bf36e.webp
আনোয়ার হোসেন

এশিয়া কাপে বাংলাদেশের কাছে ৮ রানে হারের পর হতাশায় ভুগছে আফগানিস্তান। শেষ ওভারে দরকার ছিল ২১ রান, নূর আহমেদ দুই ছক্কা হাঁকালেও জয় ধরা দেয়নি।

ম্যাচ শেষে আফগান অধিনায়ক রশিদ খান স্পষ্টভাবে আক্ষেপ ঝরালেন। তিনি বলেন, “আমি যখন আউট হলাম ততক্ষণ পর্যন্ত আমরা খেলায় ছিলাম। শেষটা করতে পারিনি। ১৮ বলে ৩১ রান পাওয়া সম্ভব ছিল। আমরা সেই আক্রমণাত্মক ক্রিকেট খেলিনি, যেই ক্রিকেটের জন্য আমরা পরিচিত।”

রশিদ আরও যোগ করেন, চাপের মুহূর্তে দলের মধ্যে ভুল সিদ্ধান্ত এসেছে, যা ম্যাচ হাতছাড়া করার বড় কারণ।

এই হারের পর গ্রুপ বি-তে শ্রীলঙ্কা এগিয়ে আছে ৪ পয়েন্টে। বাংলাদেশ ও আফগানিস্তানের পয়েন্ট ২ করে সমান। যদিও শ্রীলঙ্কাকে হারাতে পারলে আফগানিস্তান এখনও সুপার ফোরে উঠতে পারবে, নইলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top