গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যালয়ে অগ্নিকাণ্ড

1756212153-5e186a5b3a1aa344dbc73f902e5e3c6c.webp
আনোয়ার হোসেন

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি কক্ষের গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও গানাসাসের কর্মকর্তারা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পথচারীরা গানাসাস কার্যালয়ে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের ধারণা এদিন ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

গানাসাসের সচিব শাওন আহমেদ বলেন, আগুনে ভস্মীভূত কক্ষটিতে অনেক নথিপত্র, আলমারির ভেতরে রাখা সাড়ে চার লাখ টাকার পে-অর্ডার চেক, আইপিএস, সাউন্ড সিস্টেম হেড, আসবাবপত্রসহ আরও কিছু জিনিসপত্র পুড়ে গেছে।

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top