গাজায় সেনাদের অভিযান সীমিত করার নির্দেশ ইসরায়েলের

1759546714-9594550ff7f3881d6c8f6de9fd002eed.webp
আনোয়ার হোসেন

দখলদার ইসরায়েল সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আর্মি রেডিও। আর্মি রেডি ওইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত রাষ্ট্রীয় অর্থায়নপ্রাপ্ত একটি রেডিও নেটওয়ার্ক।

আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে গাজায় কার্যক্রম ‘সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে’ এবং শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে নির্দেশ দিয়েছে।

তিনি লিখেছেন, এর বাস্তব অর্থ হলো—গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে। এটি মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতির অংশ।

এই প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল এয়াল জামির শুক্রবার রাতে শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে একটি বিশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুসারে সেনাপ্রধান জিম্মিদের মুক্তির লক্ষ্যে ট্রাম্প পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন। সূত্র : টাইমস অব ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top