গুরুত্বপূর্ণ ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

1759147244-efe369811afb70ffec399dfc86246d9f.webp
আনোয়ার হোসেন

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহুল আলোচিত অভিযুক্ত বাহমান চুবিয়ালের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

সোমবার ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এটি চলতি বছরের জুন মাসে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর গুপ্তচরবৃত্তির দায়ে ১০ম মৃত্যুদণ্ড কার্যকর।

প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তচরদের একজন সন্দেহে ফাঁসি দেওয়া হয় চুবিয়ালকে। তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন বলে জানা গেছে এবং তিনি ইরানের “সংবেদনশীল টেলিযোগাযোগ প্রকল্পে” কাজ করতেন।

মোসাদের মূল উদ্দেশ্য ছিল তার মাধ্যমে সরকারি ডেটাবেজে প্রবেশাধিকার অর্জন এবং ইরানের ডেটা সেন্টারে বিপর্যয় ঘটানো। পাশাপাশি তারা ইলেকট্রনিক সরঞ্জাম আমদানির পথ অনুসন্ধানসহ অন্যান্য লক্ষ্যও অনুসরণ করেছিল।

ইরানের সুপ্রিম কোর্ট চুবিয়ালের আপিল খারিজ করে তার বিরুদ্ধে ‘পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর’ (corruption on earth) অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখে। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় কোনও গুপ্তচরে ফাঁসি। এর আগে বাবাক শাহবাজি নামের আরেক অভিযুক্তকে একই অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top