চট্টগ্রামে রগ কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার, রহস্য ঘিরে ধোঁয়াশা

ctg-web.jpg
আনোয়ার হোসেন

চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিংরোড–সংলগ্ন সাগরতীরের কাশবন থেকে হাত–পায়ের রগ কাটা অবস্থায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম শামীম মকসুদ খান জয় (২৬)। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাতে। স্থানীয়রা কাশবনের ভেতর রক্তাক্ত অবস্থায় শামীমকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত শামীমের বাড়ি বরিশাল জেলায় হলেও তিনি চট্টগ্রাম নগরের বন্দর আবাসিক এলাকার বড়পোল অঞ্চলে মা–বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতেন।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, “কাশবনের ভেতরে হাত–পায়ের রগ কাটা অবস্থায় শামীমকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে রক্তের ছাপ ও সংগ্রামচিহ্ন পাওয়া গেছে।”

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, নিহতের মুঠোফোনে দুপুরে একটি কল এসেছিল। এরপর তিনি “চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি” বলে বাসা থেকে বের হন, তবে মোবাইল ফোনটি বাসায় রেখে যান।

তিনি আরও বলেন, “এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, কিংবা ছিনতাইয়ের ঘটনা—সব দিক বিবেচনায় তদন্ত চলছে। এখনো কোনো ক্লু মেলেনি।”

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শামীমের কোনো শত্রুতা ছিল না। তাঁরা এখনো নিশ্চিত নন, এটি আত্মহত্যা নাকি হত্যা। পুলিশ বলেছে, পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top