‘জনকল্যাণে কাজ করে বিএনপি জনগণের দলে পরিণত হয়েছে’

sylet.webp
আনোয়ার হোসেন

সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের দল বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে। বিএনপির প্রতি মানুষের ভালোবাসা আছে। মানুষের কল্যাণে রাজনীতি করে বলেই বিএনপি এখন জনগনের দলে পরিণত হয়েছে।

শনিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের আয়োজনে বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান চৌধুরী বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ বিগত ১৭ বছর ধরে সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত। উন্নয়নের নামে এই অঞ্চলের মানুষের সাথে নির্মম তামাশা করা হয়েছে। উন্নয়নের নামে ক্ষমতাসীন লুটেরা গোষ্ঠী লুটপাটের মহোৎসবে মেতে উঠেছিল। কিন্ত মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে তারা বেশিদিন টিকতে পারেনি। এদেশের ছাত্র-জনতা তাদের ঠিকই তাড়িয়ে দিয়েছে।

শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মো. জেড রহমান জুনু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top