জুলাই আন্দোলনে আহত তন্বীর সম্মানে যে পদ খালি রাখলো ছাত্রদল

1755674019-2e9271b1314bea11459435324e20fbf9.webp
আনোয়ার হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ২৭ সদস্যের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে।
বুধবার অপারেজয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এই প্যানেল ঘোষণা করলেও একটি পদে প্রার্থী দেয়নি ছাত্রদল।

গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের পদটি খালি রেখেছে সংগঠনটি। তন্বী ওই আসনে লড়াই করার জন্য আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কোটা আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় তন্বীর রক্তে মাখা ভীত মুখটি ভাইরাল হয় এবং আন্দোলন বেগবান করতে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে।

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top