জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার পরও রাজপথে কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী ও সমমনা সাতটি রাজনৈতিক দল। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, তবে এখনো সনদ বাস্তবায়নের আদেশ জারি হয়নি এবং গণভোটের তারিখও ঘোষণা করা হয়নি। তাই সনদে স্বাক্ষর করলেও আন্দোলন অব্যাহত থাকবে।”
আজ রোববার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই বক্তব্য দেন তিনি। এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের আহ্বান জানানো হয়।
আগে অভিন্ন দাবিতে সেপ্টেম্বর ও অক্টোবরে দুই দফা কর্মসূচি পালন করেছে জামায়াত ও সমমনা দলগুলো। এসব দলের মধ্যে রয়েছে— ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা এবং সদ্য যুক্ত হওয়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “কেউ কেউ জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার প্রস্তাব দিয়েছে, যা বাস্তবসম্মত নয়। এতে ভোট গ্রহণে জটিলতা তৈরি হবে।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের সময় কোনো কেন্দ্রে সংঘর্ষ বা অনিয়ম ঘটলে গণভোটের ভোটও স্থগিত হতে পারে। তাই আলাদা দিনে গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত।”
জামায়াত ও সমমনা দলগুলো ২০ অক্টোবর রাজধানীতে, ২৫ অক্টোবর বিভাগীয় শহরে এবং ২৭ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।