জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচনী পদ্ধতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

Julyyy-web.jpg
আনোয়ার হোসেন

জুলাই সনদ স্বাক্ষরের পর এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার মূল কেন্দ্রবিন্দু আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি। নির্বাচন কোন ভিত্তিতে হবে—এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের ভিত্তি নির্ধারণের দায়িত্ব দিয়েছেন।

বিএনপি: একই দিনে গণভোট ও নির্বাচন চায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের “নির্বাচনি ট্রেনের যাত্রা শুরু হয়েছে”। তিনি জানান, ২৫টি রাজনৈতিক দল ইতোমধ্যে সনদে স্বাক্ষর করেছে এবং বাকি কয়েকটি দলও শিগগির যোগ দেবে বলে আশা করা হচ্ছে। বিএনপি চায়, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন করা হোক, যাতে অর্থ, জনবল ও সময় সাশ্রয় হয়। তিনি আরও জানান, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামি: আগে গণভোট, পরে নির্বাচন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আগে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করতে হবে। তারপর জাতীয় নির্বাচন হতে পারে। তিনি একই দিনে দুই ভোট আয়োজনের বিরোধিতা করে বলেন, এতে ভোটারদের জন্য জটিলতা তৈরি হবে এবং ভোটের সুষ্ঠুতা ব্যাহত হতে পারে।

এনসিপি: জুলাই সনদ ‘৯০-এর রূপরেখার চেয়ে দুর্বল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ঐকমত্য কমিশন মূলত ক্ষমতা ভাগাভাগির আয়োজন হিসেবে পরিণত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে টালবাহানা চলছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, এই সনদ নব্বইয়ের ত্রিদলীয় রূপরেখার চেয়ে শক্তিশালী নয়।

নাগরিক ঐক্য: গণভোট ও নির্বাচন ভিন্ন দিনেও হতে পারে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে বা ভিন্ন দিনেও হতে পারে। আলাদা দিনে গণভোট হলে সরকারের মাত্র ২৬৫ কোটি টাকা খরচ হবে, যা এই বড় ইস্যুর জন্য তেমন বেশি নয়। তিনি সংবিধান অনুযায়ী সরাসরি ভোটের পদ্ধতির ওপরও জোর দেন।

গণসংহতি আন্দোলন: একই দিনে দুই ভোটের পক্ষে

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জুলাই সনদের আইনি বৈধতা দিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়াই শ্রেয়। এতে সময়, অর্থ এবং জনসম্পৃক্ততা বজায় থাকবে। তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিস: জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন নয়

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে অবিলম্বে জুলাই সনদের প্রাথমিক আইনি ভিত্তি ঘোষণা করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top