টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য রেকর্ড

1756060436-6907f9de19ca7601ed3af337a8cf6fd0.webp
আনোয়ার হোসেন

বিশ্ব ক্রিকেটে আরেকটি অনন্য রেকর্ড নিজের করে নিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

রবিবার (২৪ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে খেলতে নামেন সাকিব। অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে ইনিংসের ১৫তম ওভারে বল হাতে নেন তিনি এবং শেষ বলে মোহাম্মদ রিজওয়ানকে আউট করে তুলে নেন তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০০তম উইকেট।

এর মধ্য দিয়ে ইতিহাস গড়ে সাকিব হলেন টি-টোয়েন্টিতে একমাত্র ক্রিকেটার, যিনি ৭ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেটের মালিক।

শুধু উইকেটের সংখ্যার দিক থেকে দেখলেও, তিনি এই ফরম্যাটে পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন।

ম্যাচে সাকিব থামেননি এখানেই। ১৭তম ওভারে ফের বল হাতে নিয়ে এক ওভারে দুটি উইকেট তুলে নেন কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসীকে ফেরান মাত্র ২ রানে।

সাকিব ম্যাচে মাত্র ২ ওভার বল করে ১১ রান খরচায় শিকার করেন ৩ উইকেট, ছিলেন দলের সেরা বোলার।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৩৩ রান। ফ্যালকনসের হয়ে সাকিব ছাড়াও সালমান ইরশাদ, জেডন সিলস ও শামার স্প্রিঙ্গার ১টি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top