আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আগমন করবেন বলে জানা গেছে। ধর্মীয় বক্তৃতা ও দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আগমন করবেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, তার এই সফরে তিনি ঢাকার আগারগাঁও এলাকায় একটি বড় ইসলামি সমাবেশে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত সরকারি বা আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
ড. জাকির নায়েক ভারতীয় বংশোদ্ভূত একজন ইসলামি দাঈ ও বক্তা, যিনি তুলনামূলক ধর্মতত্ত্বে (Comparative Religion) বিশেষজ্ঞ। তিনি প্রতিষ্ঠা করেছেন ইসলামি চ্যানেল ‘Peace TV’, যার মাধ্যমে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের কাছে ইসলাম প্রচার করেছেন।
তার বক্তৃতা ও দাওয়াতি কার্যক্রম বিশ্বব্যাপী মুসলিম সমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও কিছু বক্তব্য নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েছেন এবং বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।
বাংলাদেশে তার সফর নিয়ে ইতিমধ্যে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনেকেই এই সফরকে “ঐতিহাসিক ও অনুপ্রেরণামূলক মুহূর্ত” হিসেবে দেখছেন।