তুরস্কে হোটেল থেকে দুই ডাচ কিশোরের লাশ উদ্ধার

1755999329-99bd47d75dbd839e7a8607794692c817.webp
আনোয়ার হোসেন

তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি হোটেল থেকে নেদারল্যান্ডসের দুই কিশোরের লাশ উদ্ধার হয়েছে। এসময় তাদের বাবাকে হোটেলের কক্ষ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়,শনিবার তুরস্কের স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি একটি রেস্টুরেন্টের খাবারের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মৃত কিশোরদের বয়স ১৫ ও ১৭ বছর। ইস্তাম্বুলের ফাতিহ জেলার ব্লু মসজিদ ও গ্র্যান্ড বাজারের কাছের যে হোটেলে তারা ছিল, সেখানে পুলিশ ও প্যারামেডিকরা পৌঁছানোর আগেই দুই কিশোরের মৃত্যু হয়। ঘটনার আকস্মিকতায় তাদের অসুস্থ বাবাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাবা-ছেলে তিন জন তুরস্কে ছুটি কাটাতে যান। তকসিম জেলায় পর্যটন কেন্দ্রে তারা  রাতের খাবার খেতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মৃত কিশোরদের ৫৭ বছর বয়সী বাবা পুলিশকে জানান, ছেলেদের সঙ্গে তকসিম এলাকায় বেড়াতে গেছেন, তবে কিছুই খাননি।

এরপর হোটেলে ফেরার পর সন্ধ্যার দিকে ছেলেদের ডেকেও সাড়া পাননি তিনি। হোটেলের কর্মী মুহাম্মদ কিরদাগ সাহায্য চেয়ে কিশোরদের বাবার আহাজারি শুনতে পান।

কিরদাগ বলেন, ‘আমি দরজার কড়া নেড়ে প্রবেশের পর দেখি দুই ছেলেই মারা গেছে। একজন বিছানায় এবং অন্যজন মেঝেতে পড়ে আছে। প্যারামেডিকরা পৌঁছানোর আগেই তারা মারা গেছে। ছেলেদের মৃত্যুর ঘটনায় বাবা হতবাক হয়ে গেছে।’

ঘটনার তদন্তে নেমেছে ইস্তাম্বুল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top