তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: চিহ্নিত ছিনতাইকারীসহ ৪১ জন গ্রেফতার

Tejgaon.webp
আনোয়ার হোসেন

রাজধানীতে অপরাধ দমনে ডিএমপির তেজগাঁও বিভাগের উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে ছয়টি থানার টহল টিম ও বিশেষ টিম অংশ নেয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিকনির্দেশনায়, সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে — নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, চিহ্নিত ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং অভ্যাসগত অপরাধী।

থানাভিত্তিক গ্রেফতার 

আদাবর থানা: ৩ জন – শাহাদৎ হোসেন খান (২০), জুয়েল রানা (২৭), রাসেল মোল্লা (৪৫)

মোহাম্মদপুর থানা: ১১ জন – ইফতান (২৭), ইসমাইল (২৩), শামীম (৩০), মোজাফফর (৫৫), অপূর্ব (১৯), কোরবান (১৯), হৃদয় (২৩), আরমান (২৩), ওয়াসিম (৩১), রিফাত (২৭), রায়হান কবির (৩১)

তেজগাঁও থানা: ৪ জন – আনোয়ার হোসেন (৪০), রাসেল মিয়া (২৭), ইনতাজ (২১), নুপুর ওরফে লিজা (২৩)

তেজগাঁও শিল্পাঞ্চল: ৩ জন – নিয়ামত আলী (৭২), রেজাউল করিম পাটোয়ারী (৪৯), রিয়াদ মুন্সী (১২)

হাতিরঝিল থানা: ৫ জন – শুভ (১৯), মোবারক উল্লাহ (২৭), রনি দাস (২৬), বাবু হাওলাদার ওরফে এম্পল বাবু (৩৮), আওয়াল চৌকিদার অভি (২৯)

শেরেবাংলা নগর থানা: ১৫ জন – শফিউর (৪৫), মামুন (৩৩), রমজান (২২), জসিম (২৯), শামীম (২২), মারুফ (২৯), মিজান (২৮), জুয়েল (২৩), রায়হান (২৫), আলামিন (১৯), মুছা (২০), ফারহান (২০), কালু (২৫), শাকিল (২১), রাফসানুল (১৯)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top