দুই লাইটার জাহাজের সংঘর্ষ, ১৩ ক্রুকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

1761105052-4b69c2e27800846d4e132ea608c2a660.webp
আনোয়ার হোসেন

ভোলার তজুমদ্দিনে দুই লাইটার জাহাজের সংঘর্ষে একটি জাহাজ চরে আটকে পড়ার পর সেখান থেকে ১৩ জন ক্রুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভোলার তজুমদ্দিন থানাধীন বরিশাল বাজার লালঘাট আইল্যান্ড সংলগ্ন এলাকায় ‘এমভি উম্মে হাবিবা’ নামের একটি লাইটার জাহাজের সঙ্গে ‘এমভি মডার্ন মেরিন–১৯’ জাহাজটির সংঘর্ষ হয়। এতে ‘এমভি মডার্ন মেরিন–১৯’ জাহাজটির তলদেশ ফেটে গিয়ে পানি ঢুকে পড়ে এবং জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে যায়।

পরে জাহাজের ক্রুরা কোস্ট গার্ডের সহযোগিতা চান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন রামগতি থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৩ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে। উদ্ধার শেষে ক্রুদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সিয়াম-উল-হক বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও জননিরাপত্তা ও মানবিক সহায়তায় এ ধরনের সেবামূলক অভিযান অব্যাহত রাখবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top