নবজাতককে ফেলে পালালেন মা, বিপাকে বাবা

1756474734-813e2cc717aaeede4c730fcd79b6a096.webp
আনোয়ার হোসেন

নওগাঁর মান্দায় জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই নবজাতক কন্যাকে ফেলে পালিয়েছেন তার মা। এতে হতবাক হয়ে পড়েছেন শিশুটির বাবা তৌহিদ ইসলাম (২৫)। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তৌহিদ ইসলাম মহাদেবপুর উপজেলার চকহরিবল্লভ গ্রামের বাসিন্দা। প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি মান্দার সাহাপুর গ্রামের লছের আলী মণ্ডলের মেয়ে সাথী আক্তারকে বিয়ে করেন।

তৌহিদের অভিযোগ, স্ত্রী সাথী আক্তার গত তিন মাস ধরে বাবার বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রসব বেদনা উঠলে তিনি শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। বিকেল পাঁচটার দিকে সাথী আক্তার একটি কন্যা সন্তানের জন্ম দেন।

তৌহিদ জানান, “চিকিৎসকের পরামর্শে ওষুধ আনতে বাজারে যাই। ফিরে এসে দেখি স্ত্রী ও শাশুড়ি নবজাতককে রেখে পালিয়ে গেছেন। বিষয়টি অত্যন্ত অমানবিক।”

এ বিষয়ে অভিযুক্ত সাথী আক্তার বলেন, “বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সঙ্গে মনোমালিন্য ছিল। আমি সন্তান নিতে চাইনি, কিন্তু হয়ে গেছে। যেহেতু তৌহিদের সঙ্গে আর সংসার করব না, তাই সন্তানও লালন-পালন করব না।”

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সামছুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। সাথী আক্তার স্বামী ও সন্তান দুজনকেই প্রত্যাখ্যান করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/হিমেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top