নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে গ্রেফতার দেখানো পাঁচ মামলার মধ্যে দুটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালত এ সিদ্ধান্ত দেন।
জামিন নামঞ্জুর হওয়া দুই মামলা হলো—
-
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলা মামলা
-
ফতুল্লার ইয়াসিন হত্যা মামলা
আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান জানান, উভয় মামলায় আদালত জামিন আবেদন খারিজ করেছেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, “দুই মামলার এজাহারেই আইভীর নাম নেই। তবুও জামিন নামঞ্জুর হয়েছে। আমরা হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও দাবি করেন, “হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দেওয়ার পর নতুন করে আরও পাঁচ মামলায় তাকে জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটাতেই তার নাম নেই।”
উল্লেখ্য, গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতারের পর থেকে আইভী কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন। পরে তাকে পর্যায়ক্রমে আরও চার মামলায় ‘শ্যো-কজ/শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।
হাইকোর্ট গত ৯ নভেম্বর পাঁচ মামলায় জামিন দিলেও পরবর্তীতে পুলিশের আবেদনে আদালত নতুন পাঁচ মামলায় আইভীর গ্রেফতার মঞ্জুর করেন।




