নারায়ণগঞ্জে তুলার গুদামে আগুন

1756956760-3a7068096067ddd251e132c7724002dc-1.webp
আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জের বন্দরে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ বাজারে এ ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময়ে গুদামে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন বলেন, তুলার গুদাম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলীতে আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ আহত হননি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top