নির্বাচনি যুদ্ধে বিজয়ী হবে ভারত বিরোধী ও ইসলামি শক্তি

foyzul.jpg
আনোয়ার হোসেন

নির্বাচনি যুদ্ধে বিজয়ী হবে ভারত বিরোধী ও ইসলামি শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

শুক্রবার সোহরাওয়ার্দি উদ্যানে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

মুফতি ফয়জুল করিম বলেন, সামনে এক যুদ্ধ আসছে, নির্বাচনি যুদ্ধ। আগামী যুদ্ধে কী হবে? কাদের সাথে যুদ্ধ করবেন? ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি।

ভারতের বিপক্ষের শক্তির সাথে, ভারতের পক্ষের শক্তির একটা যুদ্ধ শুরু হবে। আমি বিশ্বাস করি সে যুদ্ধে ইসলামের পক্ষের শক্তি বিজয় অর্জন করবে। দেশের পক্ষের শক্তি বিজয় অর্জন করবে। এবং বিদেশের যারা দালালী করে তারা অবশ্যই পরাজিত হবে ইনশা-আল্লাহ।

এই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করব। এই যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার আমরা যুদ্ধে নামব শুধু যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নয়, হাত পাখা যুদ্ধে নামবে বিজয় নিশ্চিত করার জন্য। কোরআন ও সুন্নাহর আইন এদেশে বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশে প্রায় ৮০ শতাংশ মানুষ শ্রমিক -তারা যেই পক্ষে থাকবে, সে পক্ষই বিজয় অর্জন করবে জানিয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের নেতাকর্মীদেরকে ইসলামী শক্তির পক্ষে দাওয়াতি কাজ ভালোভাবে শুরু করার আহ্বান জানান তিনি ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হাত পাখা যদি বিজয়ী হয় -শ্রমজীবী মানুষ বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top