নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে, অভিযোগ সাদিক কায়েমের

1757235678-1a4a804862bb94c3ac72809e41d9058f.webp
আনোয়ার হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা নিরাপদ ক্যাম্পাস গড়ার কথা বলছি কিন্তু বহিরাগতদের এনে কিভাবে নিরাপদ ক্যাম্পাস হবে।

সাদিক কায়েম বলেন, প্রতি বছর ক্যাম্পাসে যেভাবে পরীক্ষা হয় সেভাবে আমরা ডাকসুকে ক্যালেন্ডারের মতো করব, ইনশাআল্লাহ। প্রতি বছর ডাকসু যেন একই সময়ে অনুষ্ঠিত হয় সেই কাজ করবো।

তিনি বলেন, ডিপার্টমেন্টের মধ্যে ভালো রেজাল্ট যাদের থাকবে, একাডেমিক এক্সিলেন্ট থাকবে তাদের নিয়োগের ব্যবস্থা করব। বিগত বছরে দেখেছি রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো।

শিক্ষার্থীদের আবাসন, খাবার, স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সাদিক কায়েম বলেন, ‘আবাসন সংকট দীর্ঘমেয়াদি। আবাসন সংকট নিরসনে হল নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব৷ স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করব। যে আশা নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম সেই আশা পূরণ করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top