নোয়াখালীর কবিরহাটে ১৭ বছরের কিশোরীর আত্মহত্যা

amarbholanews-photo-noyakhali-web.jpg
আনোয়ার হোসেন

নোয়াখালীর কবিরহাটে প্রেমিকের নানার বাড়ি থেকে শনিবার বিকেলে সায়মা ইসলাম (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ পাওয়া যায় চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের কবির মাস্টার বাড়ি থেকে।

মরদেহ উদ্ধার করে পুলিশ প্রেমিক আরাব বিল্লাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহত সায়মা ইসলাম সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মুহুরী বাড়ির প্রবাসী জিয়াউল হকের কন্যা। প্রেমিক আরাব কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বক্তব্যে জানা গেছে, সায়মার পরিবার সম্প্রতি তাকে পারিবারিকভাবে বিয়ে দিতে চেয়েছিল। এরপর তার আরাবের সঙ্গে প্রেমের সম্পর্ক জানার পর পরিবারের সদস্যরা মেয়েকে গালমন্দ ও মারধর করেন। এ ঘটনায় গত তিনদিন ধরে সায়মা নিখোঁজ ছিলেন। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে পরিবারের অগোচরে বসতঘরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিক জানিয়েছে, মেয়ের সঙ্গে তার সম্পর্ক দুই মাস ধরে নেই এবং সম্পর্ক প্রত্যাখ্যানের কারণে সে ক্ষোভে আত্মহত্যা করতে পারে।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top