পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ১১ ফিলিস্তিনি

amarbholanews-photo-Israil.jpg
আনোয়ার হোসেন

অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন

শুক্রবার (১৭ অক্টোবর) এই হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ)। স্থানীয় চিকিৎসক ও মানবাধিকার সংস্থাগুলোও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

 জেরুজালেমে গুলিবিদ্ধ দুই ফিলিস্তিনি

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানায়, জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুইজন গুলিবিদ্ধ হন
তাঁদের একজন হাঁটুর নিচে, আরেকজন—১৭ বছর বয়সী এক কিশোর—পায়ে গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি সেনা ও পুলিশ যৌথভাবে শহরটিতে অভিযান চালায়, যুবকদের তাড়া করে এবং গুলি ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। অভিযানের সময় তারা একাধিক সড়ক বন্ধ করে দেয়, ফলে স্থানীয়দের চলাচলে বাধা সৃষ্টি হয়।

 টানা সহিংসতা: একদিনে নিহত দুই ফিলিস্তিনি

এর কয়েক ঘণ্টা আগেই জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন।
আর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হেবরনের দক্ষিণে আর-রিহিয়া গ্রামে ফুটবল খেলার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

ফিলিস্তিনি প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে পশ্চিম তীরের শহর ও শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত ও হাজারের বেশি আহত হয়েছেন।

📚 সূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top