পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে যা বললেন জেলেনস্কি

1757216370-cf8d6f1482b0bee6602abc5f93b8ce89.jpg
আনোয়ার হোসেন

মস্কোতে শান্তি আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ইউক্রেনেরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যতদিন যুদ্ধ চলবে, ততদিন মস্কোতে না যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, ‘তিনি (পুতিন) কিয়েভে আসতে পারেন। আমার দেশ যখন প্রতিদিন ক্ষেপণাস্ত্রের কবলে পড়ে, আক্রমণের মুখে পড়ে, তখন আমি মস্কো যেতে পারি না। আমি এই সন্ত্রাসীর রাজধানীতে যেতে পারি না।’

মস্কো যেতে অস্বীকৃতি জানালেও পুতিনের সঙ্গে বৈঠক করতে সম্মত বলে জানিয়েছেন ইউক্রেনীয় নেতা। বলেন, যেকোনো ফরম্যাটে রাশিয়ান প্রেসিডেন্টর সাথে দেখা করতে প্রস্তুত।

যত দিন গড়াচ্ছে ততই জটিল হচ্ছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সমীকরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলাদা বৈঠকের পরেও আসেনি কোনো উল্লেখযোগ্য সমাধান। তবে বৈঠকের পর ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়ার সরাসরি বৈঠকের আশ্বাস দিয়েছেন।

গত ৩ সেপ্টেম্বর চীনের তিয়েনানমেন স্কোয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দেয়ার পর পুতিন বলেন, বৈঠকের জন্য যেকোনো সময় মস্কোয় আসতে পারেন জেলেনস্কি।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি জেলেনস্কির সঙ্গে এমন বৈঠকের সম্ভাবনা কখনও নাকচ করিনি। কিন্তু ওই বৈঠকে বসার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে?’

তিনি আরও বলেন, এই ধরনের যেকোনো বৈঠকের ভালো ফলাফলের জন্য প্রস্তুতির প্রয়োজন হয়। যদি বৈঠকের বিষয়ে সব প্রস্তুতি হয়ে গিয়ে থাকে, তবে আমিও বৈঠকের জন্য প্রস্তুত। জেলেনস্কি যেকোনো সময় মস্কোয় আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top