ইংরেজি ভাষায় সিনেমা কেন? ধীমন বলেন, এই সিনেমায় আমাদের সংস্কৃতি ইংরেজি ভাষায় তুলে ধরেছি, আন্তর্জাতিকভাবে আমাদের গল্পটা যেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে তাই আমাদের এই চেষ্টা।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন ইমন বড়ুয়া। তিনি বলেন, এটি থিওরিটিক্যাল সিনেমা। একটি গ্রামের নদীর পাড়ের মানুষের জীবন চরিত্র নিয়ে। একজন নারী পাচারকারী, গ্রামের সরল মানুষের সঙ্গে মিশে তাদের ট্র্যাপে ফেলে কীভাবে তাদের জীবনে বিপর্যয় ডেকে আনে, তাদের ধ্বংস করে দেয় সেই চিত্র তুলে ধরা হয়েছে ডট সিনেমায়। ‘ডট’ সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট। পরিচালক কাঁকনের ভাষ্য সিনেমাটির আসল শক্তি হচ্ছে এর গল্প। এটি গল্প প্রধান।
এই সিনেমায় অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার, মিষ্টি মনিসহ অনেকে । শুটিং হয়েছে কুমিল্লার তিতাস উপজেলায়। তরী মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে ‘ডট’।