ফিনল্যান্ডের সংসদ ভবন থেকে এমপির মরদেহ উদ্ধার

1755670528-6a543d83fce7591bde1636ba7fe86724.webp
আনোয়ার হোসেন

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির সংসদ ভবন থেকে এমেলি পেলটোনেন (৩০) নামে এক তরুণ সংসদ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এই সংসদ সদস্য পার্লামেন্ট ভবনের ভেতরে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তার মরদেহ পাওয়া যায়। হঠাৎ তার এই মৃত্যুতে ফিনল্যান্ডজুড়ে শোকের ছায়া ফেলেছে।

রাজনৈতিক বিভাজন ভুলে সব দলের নেতারাই গভীর শোক প্রকাশ করেছেন।

সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন টিটি তুপুরাইনেন এক বিবৃতিতে বলেন, ‘তিনি আমাদের সম্প্রদায়ের অত্যন্ত প্রিয় সদস্য ছিলেন। তাকে আমরা ভীষণভাবে মিস করব। এত অল্প বয়সে এক তরুণ প্রাণের অবসান হলো।’

যদিও বর্তমানে পার্লামেন্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে; তবুও প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো ওই দিনের বাকি সময়ের জন্য সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

দক্ষিণ উউসিমা অঞ্চল থেকে নির্বাচিত পেলটোনেন ২০২৩ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। অল্প বয়স থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। মাত্র ১৮ বছর বয়সে তিনি জারভেনপা শহরের সিটি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

পরে ২২ বছর বয়সে তিনি শহর পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন—যা ছিল ইতিহাসে সবচেয়ে কম বয়সে ওই পদে আসীন হওয়ার ঘটনা।

গত জুনে দেওয়া নিজের শেষ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে পেলটোনেন তার স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেছিলেন। বসন্তকালীন সংসদীয় অধিবেশনের বেশির ভাগ সময় কাজ করতে না পারায় তিনি শারীরিক সমস্যার কথা জানিয়েছিলেন।

সূত্র বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top