ফের ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিব, অ্যান্টিগাকে জেতালেন কারিমা গোর

Shakibwebp.webp
আনোয়ার হোসেন

সিপিএলে টানা দ্বিতীয় ম্যাচেও আলো ছড়াতে পারলেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে জয় পেয়েছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।

আগের ম্যাচে সাকিব ব্যাটে-বলে ব্যর্থ হয়েছিলেন। তার দলও হেরেছিল ৬ উইকেটে। ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে নামা সাকিব ১৬ বলে করেন ১১ রান। তাঁর কচ্ছপ গতির ইনিংসে ছিলো না কোনো বাউন্ডারি। পরে ১ ওভার বল করে দেন ৬ রান; পাননি কোনো উইকেট। আজ রবিবার বার্বাডোজ রয়্যালসের বিপক্ষেও প্রায় একই রকম পারফরম্যান্স—১৩ বলে ১৩ রান করার পর বল হাতে এক ওভারে খরচ করলেন ১৪ রান, পেলেন না কোনো সাফল্য।

সাকিবের ব্যক্তিগত ব্যর্থতার দিনে জয় ছিনিয়ে নিয়েছে তার দল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে বার্বাডোজ রয়্যালস তোলে ১৫২ রান। জবাবে কারিমা গোরের দুর্দান্ত ৫৩ বলে ৬৪ রানের ইনিংস আর ফ্যাবিয়েন অ্যালেনের ছোট্ট ঝড়ে ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় অ্যান্টিগা।

কখনো ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন বলে নিয়মিত বোলিং করতেন সাকিব। কিন্তু বয়স বাড়ায় সেই দিন ফুরিয়েছে। এবার তাঁকে বোলিংয়ে আনা হয়েছে সপ্তম বোলার হিসেবে। আজ ১৫তম ওভারে এসে এক ওভারে খেয়েছেন একটি ছক্কা ও একটি চার।

ব্যাট হাতে সুযোগ ছিল বড় ইনিংস খেলারও। চার নম্বরে নেমে কিছুক্ষণ ভালোই শুরু করেছিলেন, কিন্তু মুজিব উর রেহমানের বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ধরা পড়েন তিনি। অবশেষে সাকিব নিষ্প্রভ থাকলেও অ্যান্টিগা ৬ উইকেটে জয় নিয়েই মাঠ ছাড়ে। আগামীকাল সেন্ট লুসিয়ার বিপক্ষে নামবেন সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top