বক্স অফিসে রঘু ডাকাতের দাপট

1759316665-9866e5ece17ee32f51f28e3c5e51f506.webp
আনোয়ার হোসেন

দেব–শুভশ্রী জুটির “ধূমকেতু” ছবির তুলনায় ধীরে শুরু হলেও, ক্রমেই দাপট দেখাচ্ছে দেবের নতুন ছবি রঘু ডাকাত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) একক দিনে প্রায় ৯১ লক্ষ টাকা ইনকামে ছবিটি ছিল বক্স অফিসের শীর্ষে।

যদিও প্রযোজক সংস্থা আনুষ্ঠানিকভাবে এখনও আয় প্রকাশ করেনি, তথ্যমাধ্যম “সকনিল্ক”-এর উপর ভিত্তি করে এ খবর পাওয়া গেছে। ৯১ লক্ষ টাকার এই ইনকাম সোমবারের তুলনায় ৭ লক্ষ টাকা বেশি।

একই দিনে রক্তবীজ ২ ছবিও ভালো পারফর্ম করেছে। ষষ্ঠ দিনে এই ছবির আয় দাঁড়ায় ৫৬ লক্ষ টাকায় ও এর মোট আয় পৌঁছেছে প্রায় ২ কোটি ১৫ লক্ষ টাকা।

এই সময়ে চারটি বাংলা ছবি একসঙ্গে মুক্তি পেয়েছে- “রঘু ডাকাত”, “দেবী চৌধুরানী” (দুটি পিরিয়ড ড্রামা), “রক্তবীজ ২” (রাজনৈতিক-সামাজিক ব্যাকগ্রাউন্ড), এবং অনীক দত্তর “যত কাণ্ড”। তবে প্রথম সপ্তাহের পারফরম্যান্স বিবেচনায় সুস্পষ্ট বিজয়খাতায় রয়েছে রঘু ডাকাত।
দেখে নিন রঘু ডাকাতের প্রথম ৬ দিনের আয়-
বৃহস্পতিবার (প্রথম দিন)- ৪৫ লক্ষ টাকা
শুক্রবার (দ্বিতীয় দিন)- ৩৭ লক্ষ টাকা
শনিবার (তৃতীয় দিন)- ৫০ লক্ষ টাকা
রোববার (চতুর্থ দিন)- ৬৩ লক্ষ টাকা
সোমবার (পঞ্চম দিন)- ৮৪ লক্ষ টাকা
মঙ্গলবার (ষষ্ঠ দিন)- ৯১ লক্ষ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top