বগুড়ায় গ্রাম্য সালিশকে কেন্দ্র করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, দুই গ্রেপ্তার

1760190693-a52482df4b191be81483ace40cd54259.webp
আনোয়ার হোসেন

বগুড়ার ধুনট উপজেলায় গ্রাম্য সালিশে ন্যায়বিচার না পেয়ে ব্যবসায়ী আলহাজ রহমত তালুকদার (৪৮) কে পিটিয়ে হত্যা মামলায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। শনিবার বেলা ১২টায় আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

  • আবু স্যামা (৫৬) — মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত খয়ের আলীর ছেলে

  • মোহাম্মদ শেখ (৫৫) — মৃত ছাবেদ আলীর ছেলে

ঘটনার পেছনের কাহিনি

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী রহমত আলী গ্রামে সামাজিক বিরোধ মীমাংসার জন্য সালিশ বৈঠক পরিচালনা করতেন। সম্প্রতি একই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে জুয়েল শেখের জমিজমা সংক্রান্ত বিষয়ে সালিশ বৈঠক করেন তিনি। কিন্তু বৈঠকে জুয়েল শেখ ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তোলেন।

এরপর বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে রহমত আলী ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির পথে রওনা হন। পথে জুয়েল শেখ ও তার সহযোগীরা তাঁকে পিটিয়ে আহত করে। পরে স্বজনরা আহত অবস্থায় রহমত আলীকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তিনি মারা যান।

মামলা ও তদন্ত

নিহত রহমত আলী তালুকদারের স্ত্রী কহিনুর খাতুন শুক্রবার (১০ অক্টোবর) থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় জুয়েল শেখ, তার মা রুবিয়া খাতুনসহ ৯ জনকে আসামি করা হয়।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

📰 সংক্ষিপ্তভাবে:

  • ব্যবসায়ী রহমত তালুকদার (৪৮) পিটিয়ে হত্যা

  • ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

  • মামলা দায়ের ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top