‘বন্ড’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে আপত্তি নেই ব্রসনানের

1756713763-a3445add7bff84e8700566c68ae550bd.webp
আনোয়ার হোসেন
অভিনেতা পিয়ার্স ব্রসনান ব্রিটিশ সিক্রেট সার্ভিস এজেন্ট ‘জেমস বন্ডের’ সঙ্গে এতটাই একাত্মতা বোধ করেন যে পরিচালক ডেনিস ভিলেনিউভ চাইলে ফের এ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে আপত্তি নেই তার।
তবে এই বয়সে তেমন কোনো আমন্ত্রণ পাওয়ার সম্ভাবনা যে নেই সেই কথাও রেডিও টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ব্রসনান। রসিকতা করে তিনি বলেন, “অনেক দুর্দান্ত প্রার্থী আছেন, আমি নিশ্চিত তাদের মধ্যে কেউ না কেউ আসবেন। আমার মনে হয় না কেউ ৭২ বছর বয়সী মোটাসোটা কাউকে বন্ড হিসেবে দেখতে চায়। কিন্তু যদি ভিলেনিউভের হাতে পুরো বিষয়টি থাকত, তাহলে কি হত বলা যায় না। আমার হৃদয় এখনই চঞ্চল হয়ে উঠেছে এটা ভেবে।”

আইরিশ অভিনেতা ব্রসনান ১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত জেমস বন্ড সিরিজের চারটি ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। ব্রসনানের ভাষায়, তিনি ‘জেমস বন্ড’ চরিত্রের একজন বড় ভক্ত। এখন নতুনভাবে পর্দায় ‘জেমস বন্ড’ চরিত্রের প্রত্যাবর্তন পুরনো আমেজ ঠিক কতটা ধরে রাখতে পারে তা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।

মাসখানের আগে অ্যামাজন এমজিএম স্টুডিওস জানিয়েছে, ‘ডিউন’, ‘অ্যারাইভাল’ আর ‘ব্লেড রানার ২০৪৯’ এর মত সিনেমার জন্য পরিচিত অস্কার জয়ী নির্মাতা ডেনিস ভিলেনিউভ এবার ‘০০৭’ এর হাল ধরছেন। তবে নির্মাতা ঠিক হলেও এখনো নির্ধারণ হয়নি ‘বন্ড’ হচ্ছেন কোন অভিনেতা। এ ব্যাপারে অ্যামাজন মুখ খোলেনি।

পরিচালক ভিলেনিউভ নতুন জেমস বন্ডের নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব কাঁধে নিয়েছেন। ছয় দশকের বেশি সময় ধরে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট জেমস বন্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল ইয়ন ফিল্মস। বন্ড কে হবেন, তার চলাফেরা থেকে শুরু করে অস্ত্র তাক করার স্টাইল কেমন হবে সব ঠিক করতেন ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top