বরিশালে জুলাই যোদ্ধা স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন

বরিশাল নগরীতে জুলাই যোদ্ধা স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শনিবার বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম।

ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় মহাপরিচালক বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ হবে। জুলাই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা সেটি পূরণ হবে।

গণঅভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র বাবা জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা এবায়দুল হক চানসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জুলাই যোদ্ধা, শহীদ জুলাই যোদ্ধা পরিবারের স্বজন, রাজনৈতিক, সামাজিক প্রতিনিধিবৃন্দ।

শিক্ষার্থী ঐক্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানে দেড় হাজার শিক্ষার্থী, ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সাংবাদিক ও বিভিন্ন ছাত্রসংগঠনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ জানান, সুন্দর একটি দেশ গড়তে জুলাই যোদ্ধারা এখনো প্রস্তুত রয়েছে। জুলাই আন্দোলনের যোদ্ধাদের ঐক্যবদ্ধ করা ও স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এ আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top